সচরাচর জিজ্ঞাসা |
|
প্রশ্ন – ১: ১/৭/১৫ তারিখ হতে ১৪/১২/২০১৫ তারিখ পর্যন্ত ইনক্রিমেন্ট, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্য হয়েছি তা’ দেখানোর কোন অপশন এখানে রাখা হয়নি। কি ভাবে তা পাওয়া যাবে।
প্রশ্ন – ২: বেতন নির্ধারণী ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।
প্রশ্ন – ৩: প্রিন্ট করার সময় ফন্ট ভেঙ্গে যাচ্ছে
প্রশ্ন – ৪: সঠিক জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ এন্ট্রি দেয়ার পরও “জাতীয় পরিচয়পত্র নম্বর সঠিক নয়” মর্মে মেসেজ দেখাচ্ছে।
প্রশ্ন – ৫: ভুল করে অন্য হিসাবরক্ষণ অফিসের বিপরীতে বেতন নির্ধারণ করে ফেলেছি।
প্রশ্ন – ৬: নন-ক্যাডার কর্মচারিদের ক্ষেত্রেও ক্যাডার সিলেক্ট ব্যতীত পরবর্তী
ধাপে যাওয়া যায় না।
প্রশ্ন – ৭: অফিস পাওয়া যাচ্ছে না।
প্রশ্ন – ৮: পদবি পাওয়া যাচ্ছে না।
প্রশ্ন – ৯: বেতন/পেনশন নির্ধারণী ছক প্রিন্ট করা যাচ্ছে না।
প্রশ্ন – ১০: বেতন/পেনশন নির্ধারণী ছক প্রেরণ করা যাচ্ছে না।
প্রশ্ন – ১১: NID এবং চাকুরির রেকর্ডে নামের বানান (যেমন: আবুল কাশেম/কাসেম), ডাক
নাম সংযুক্তি (যেমন: মাসুদ রানা রনি/মাসুদ রানা) বা সংক্ষিপ্তকরণ (যেমন: মো:/মোহাম্মদ,
চৌধুরী/চৌ)
প্রশ্ন – ১২: NID এবং চাকুরির রেকর্ড এর জন্ম তারিখ এর পার্থক্যে বেতন নির্ধারণ
করা যাবে কি না?
প্রশ্ন – ১৩: NID তে আমার জন্ম তারিখ ভুল থাকায় সংশোধনের জন্য আবেদন করি। কিন্তু
এখনও সংশোধন করা হয় নাই, এই ক্ষেত্রে আমার করণীয় কি?
প্রশ্ন – ১৪: উপরিল্লিখিত প্রশ্ন ছাড়া অন্য প্রশ্ন। |